এই মুহূর্তে জেলা

পুলকার চালকের হাতে নিগৃহীত উত্তরপাড়ার বিশিষ্ট চিকিৎসক।

হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- কলকাতায় পুলকার চালকের হাতে উত্তরপাড়ার এক বিশিষ্ট চিকিৎসক নিগ্রহের শিকার হয়ে সোশ্যাল মিডিয়ায় বিচার চেয়ে অবিলম্বে অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন। ফেসবুক পেজে ওই চিকিৎসকের পোস্ট নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ওই পুলকার চালকের বিরুদ্ধে সরব হয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আক্রান্ত ওই চিকিৎসকের নাম ডক্টর কৌশিক মুন্সি। তিনি কলকাতার কেপিসি মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন। মঙ্গলবার সকালে ড্রাইভারকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে করে তিনি ছাত্রদের পড়ানোর জন্য কেপিসি মেডিক্যাল কলেজে যাচ্ছিলেন। কৌশিক বাবুর অভিযোগ টবিন রোডে সিগন্যালে তার গাড়ি আটকে যায়। রাস্তার ডান দিক করে তার গাড়ি দাঁড়িয়েছিল।

হঠাৎই একটি পুলকারের চালক গাড়ি থেকে নেমে তাকে মারধর করতে শুরু করে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীরা ছুটে এলে ওই পুলকার চালক স্কুলের বাচ্চাদের নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে নিয়ে পালিয়ে যায়। তিনি এটা ভেবে রীতিমতো আতঙ্কিত যে এইরকম একজন পুলকার চালকের গাড়িতে ছোট ছোট বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া কতটা বিপদজ্জনক। তিনি ওই পুলকারের ছবি তুলে তার ফেসবুক পেজে পোস্ট করে বিচারের আবেদন জানানোর পাশাপাশি শিশুদের অভিভাবকদের সতর্ক করেছেন। এই বিষয়ে তিনি টবিন রোডে কর্তব্যরত পুলিশ কর্মীদের মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। পরে তিনি তার আইনজীবীর সঙ্গে এ বিষয়ে কথা বলে লিখিত অভিযোগ জানাবেন।