এই মুহূর্তে জেলা

ছুটি ঘোষণা সত্ত্বেও চুঁচুড়ার এক বালিকা বিদ্যালয়ে পঠন পাঠন হলো মঙ্গলবার।


হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- সরকারি ছুটি ঘোষণা সত্ত্বেও চুঁচুড়ার ঘুটিয়া বাজারের বিনোদিনী বালিকা বিদ্যালয় স্কুলে পঠন পাঠন হলো মঙ্গলবার। কোচবিহারের রাজবংশী নেতা তথা রাজনীতিবিদ পঞ্চানন বর্মার আজ জন্মজয়ন্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর থেকে এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। সেইমতো মঙ্গলবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তর বন্ধ রইলো।

তবে চুঁচুড়ার ঘুটিয়া বাজারে বিনোদিনী বালিকা বিদ্যালয়ের চিত্রটা ছিল সম্পূর্ণ উল্টো। এদিন এই স্কুলে সম্পূর্ণ গঠন পাঠন হলো। তবে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মৌমিতা পাল বলেন স্থানীয় কিছু অনুষ্ঠানের জন্য বেশ কিছু ছুটি দিতে হাই স্কুলে তাই আজকের ছুটিটা আমরা অন্য কোনদিন নিয়ে নেব।