কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- বুধবার ফের বিধানসভায় মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে ওই বৈঠক হওয়ার কথা। তবে সোমবার মুখ্যমন্ত্রী ও শুভেন্দু যেভাবে পরস্পরকে আক্রমণ শানিয়েছেন তাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসতে রাজি হবেন কিনা সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে।প্রথা অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং
পরিষদীয় মন্ত্রী একত্রিত হয়ে বৈঠক করে রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ করেন। সেই বৈঠকই হতে চলেছে আগামী বুধবার। রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত ওই বৈঠকে থাকবেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়ও। প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে খালি পড়ে রয়েছে রাজ্যের মুখ্য তথ্য কমিশনারের পদ। এই বছরে ওই পদের জন্য ১৫টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে চারজনের আবেদন তাঁদের বয়সের কারণে বাতিল করা হয়।