হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- রবিবার সকালে হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া সি রোড এবং বামনগাছি ব্রিজে দুষ্কৃতী তাণ্ডব। ভাঙচুর গাড়ি। টোটো চালক এবং যাত্রীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় আতঙ্ক। পুরো ঘটনার তদন্ত নেমেছে লিলুয়া থানার পুলিশ।
খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। যদিও এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি থানায়। এলাকাবাসীদের অভিযোগ পুরনো শত্রুতা জেরে দুষ্কৃতীরা তান্ডব চালায়। এলাকায় উত্তেজনা রয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে দাবী জানান এলাকাবাসীরা।