এই মুহূর্তে জেলা

চন্দননগর উৎসব কমিটির তিন লাখ , শংসাপত্র হাতে আসতে এখনও বাকি তিন , এভারেস্ট জয়ী পিয়ালীর।

সুদীপ দাস, ২৪ জুন:- এভারেস্ট জয়ী পিয়ালীকে ৩লাখ টাকা দিয়ে সহযোগীতা করল চন্দননগর উৎসব কমিটি। শুক্রবার চন্দননগর জ্যোতিরিন্দ্র নাথ সভাগৃহে পিয়ালীকে সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানেই চন্দননগরের কাঁটা পুকুরের বাসিন্দা সদ্য এভারেস্ট জয়ী পিয়ালী বসাকের হাতে ৩লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরের মহানাগরিক তথা চন্দননগর উৎসব কমিটির সভাপতি রাম চক্রবর্তী, ভদ্রেশ্বরের পৌরপ্রধান তথা উৎসব কমিটির কার্যকারী সভাপতি প্রলয় চক্রবর্তী সহ চন্দননগরের কাউন্সিলররা।

এদিন বিধায়ক বলেন পিয়ালী আমাদের রাজ্য তথা দেশের গর্ব। ও আরও এগিয়ে যাক। তবে পিয়ালী সঠিক পথে রাজ্য সরকারকে জানিয়ে এভারেস্ট অভিযানে যেত তাহলে সরকারীভাবে ও বেশকিছুটা সুবিধা পেত। চন্দননগর উৎসব কমিটির পক্ষ থেকে সহযোগীতা পেয়ে আপ্লুত পিয়ালী। তবে চিন্তাও রয়েছে। পিয়ালী বলেন মাথার উপর ৩৫লক্ষ টাকা ঋণের বোঝা। তার উপর ৬লক্ষ টাকা যোগার করতে না পারায় আমি এভারেস্টে ওঠার শংসাপত্র এখনও পাইনি। ৩লাখ টাকা পাওয়ায় শংসাপত্রের জন্য আরও ৩লাখ টাকা বাকি রইল। তাই শুরু সরকারিভাবে নয়, অন্যান্য খেলাধুলার মত যদি কর্পোরেট সংস্থাগুলোও পর্বতারোহনে এগিয়ে আসে তাহলে আমাদের অনেক সুবিধা হয়।