হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- অনলাইনে টাকা প্রতারণার অভিযোগ। হাওড়ার আন্দুলের চুনাভাটি এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত। অনলাইনে টাকা প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হাওড়া চুনাভাটি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ হাওড়ার চুনাভাটি এলাকার রুবি পার্ক আবাসন থেকে ওই যুবককে করা হয়। জানা গেছে, শনিবার রাত্রি আনুমানিক সাড়ে ৮টা নাগাদ ওই যুবককে গ্রেফতার করা হয়। একই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই এলাকার ডি /৪ ব্লকের একতলা থেকে ওই যুবককে গ্রেফতারের পাশাপাশি ওই এলাকা থেকেই আরও ২ জন সহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে যদিও ধৃত ব্যক্তির পরিচয় জানায়নি হাওড়া সিটি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি কয়েক সপ্তাহ আগে এখানে ঘর ভাড়া নিয়েছিলেন। তাঁকে সচরাচর বাইরে বেরতে দেখা যেতনা। বেশিরভাগ সময় সে ঘরের মধ্যেই থাকতো। কেরালা পুলিশ আধিকারিক হাওড়ায় এসে সাঁকরাইল নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশের সাহায্যে তাকে পাকড়াও করে। মূলত অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বিভিন্ন ব্যক্তির মোবাইলে কল করে তাতে এটিএম এর পিন এবং ওটিপি জানতে চাইত এরা। আর তারপরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেত সব টাকা। যদিও আবাসন থেকে এই ধরণের প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তির গ্রেফতারি নিয়ে আবাসিকরা যথারীতি আতঙ্কের মধ্যে রয়েছেন। ধৃত ব্যক্তিকে রবিবার হাওড়া আদালতে পেশ করা হয়। সেখান থেকে ট্রানজিৎ রিমান্ডে ওই ধৃতকে কেরালা পুলিশের অধিকারিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে।