এই মুহূর্তে জেলা

সনাতন ধর্ম সভা মাহেশে।

হুগলি, ৮ ফেব্রুয়ারি:- আগামী ১১ ই ফেব্রুয়ারি, ২৭ শে মাঘ, শনিবার, মাহেশ জগন্নাথ মন্দিরে বিকাল 3 ঘটিকায় এক বিশাল সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত হতে চলেছে। উক্ত ধর্ম সভায় মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মহাপ্রভুর নাম প্রচার এবং হিন্দু সনাতন ধর্ম প্রচারে বক্তৃতা রাখবেন বিভিন্ন মঠের সাধুসন্ত মহারাজরা।

উপস্থিত থাকছেন মহামণ্ডলেশ্বর পরমহংস পরমাত্মানন্দ মহারাজ (পঞ্চায়েতি আখড়া, মহানির্বানী), স্বামী দেবেশানন্দজি মহারাজ (প্রণবানন্দ জনকল্যান আশ্রম), স্বামী অম্বিকানন্দজী মহারাজ (শ্রীশ্রীরাজরাজেশ্বরী বগলামুখী শক্তিপীঠের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ), শ্রীমত গুরুবন্ধুদাস বাবাজী (পাঠ বাড়ি আশ্রম, বরানগর), স্বামী পরমাত্মানন্দ পুরী (কল্যানী মাতৃমন্দির), স্বামী বৈদ‍্যনাথানন্দজী মহারাজ, স্বামী অদ্বৈত দাস বাবাজি (শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মস্থান আশ্রম, নবদ্বীপ)।