এই মুহূর্তে জেলা

চন্ডিতলা বিধানসভায় এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার।

চিরঞ্জিত ঘোষ , ৩১ মার্চ:- নির্বাচন যত এগিয়ে আসছে ভোটের ময়দানের এক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ চন্ডীতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকার। বুধবার ৩৯ ডিগ্রী প্রখর গরমে ভোট প্রচারে এতোটুকু খামতি রাখেননি স্বাতী। এই বিধানসভার বিস্তীর্ণ এলাকাজুড়ে চালিয়েছেন ভোটের প্রচার। হাজার হাজার তৃণমূল কর্মী পায়ে পায়ে সামিল হয়েছেন তার এই প্রচার অভিযানে। তৃণমূল প্রার্থী গেছেন সেখানকার মানুষের কাছে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। ২০১১ এবং ২০১৬ সালের দুটি নির্বাচনে এইখান থেকে মানুষের মানুষের আশীর্বাদ নিয়ে তিনি সটান হাজির হয়েছিলেন বিধানসভা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এবারও তিনি গণদেবতার দরবারে ভোট প্রার্থনা করছেন। ১০ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নমূলক কাজগুলি্ হয়েছে তার বিস্তারিত ফিরিস্তি তুলে দিচ্ছেন চন্ডীতলা আপামর জনগণের হাতে। রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য যে ৬৪ টি উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথীর, সুফল তারা পাচ্ছেন। তাই স্বাতীর আবেদন আপনারা মুখ্যমন্ত্রীর রাজ্যবাসীর জন্য যে উন্নয়ন মূলক কাজ গুলি করেছেন তার নিরিখে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে প্রতিষ্ঠিত করুন।