এই মুহূর্তে জেলা

আসানসোলের দুই যুবক হাওড়ার চাঁদমারি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন জোয়ারের স্রোতে।

হাওড়া, ৫ আগস্ট:- গঙ্গায় স্নান করতে নেমে জলে জোয়ারের স্রোতে তলিয়ে গেল দুই যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ির চাঁদমারি ঘাটে। জানা গেছে, আসানসোলের বাসিন্দা ৩ যুবক এদিন গঙ্গার ঘাটে এসেছিল স্নান করার জন্য। সেই সময় এদের তিনজনের মধ্যে দু’জন জলে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোলাবাড়ি থানা সূত্রে জানা গেছে, আসানসোলের ধড়কার বাসিন্দা অরিজিৎ সরকার (১৮), আসানসোলের মহিশিলার বাসিন্দা ইন্দ্রজিৎ মাহাতো (২১) এবং আসানসোলের চিলিডাঙার বাসিন্দা সৌমেন দার (২০) নামের তিন যুবক শনিবার সকালে আসানসোল থেকে কলকাতায় বেড়াতে এসেছিলেন।

ইন্দ্রজিৎ মাহাতো ও সৌমেন দার হাওড়া চাঁদমারি ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় জলের স্রোতে তারা ভেসে যান। তাদের বিকেল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আরেক যুবক অরিজিৎ সরকারকে ট্রাফিক গার্ড অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ঘটনার পর রিভার ট্রাফিক পুলিশ, নর্থ পোর্ট থানাকে খবর দেওয়া হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও ডাকা হয়। বিকেল পর্যন্ত নিখোঁজ দুই যুবকের খোঁজ মেলেনি।