হাওড়া, ৬ ফেব্রুয়ারি:- পশুপ্রেমের অনন্য নজির এবার হাওড়ায়। সেতুর সাইড রেলিং ভেঙে সদ্যোজাত কুকুর ছানাদের উদ্ধার করলো দমকল ও পুলিশ। জানা গেছে, সোমবার হাওড়ার বঙ্কিম সেতুতে দীর্ঘক্ষণ আটকে থাকা বেশ কয়েকটি সদ্যোজাত কুকুর ছানাকে ব্রিজের সাইড রেলিং ভেঙে উদ্ধার করেন দমকল ও পুলিশ কর্মীরা। সকাল থেকেই বঙ্কিম ব্রিজে পথচলতি মানুষজন একটি কুকুরকে ব্রিজের রেলিং এর সামনে চেঁচাতে দেখেন। যা দেখে তিন কলেজ ছাত্রী পড়ুয়ার কৌতহল বাড়ে।
তারা ব্রিজের রেলিং-এর অপর দিকে উঁকি দিলে দেখতে পান পাঁচিল ঘেরা সংকীর্ণ জায়গায় বেশ কয়েকটি সদ্যোজাত কুকুর ছানা আটকে রয়েছে। তৎক্ষণাৎ তাঁরা পরিচিত এক স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দেন। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় দমকল এবং পুলিশ কর্মীরা। এরপরেই বঙ্কিম সেতুর ওই রেলিংয়ের পাঁচিলের একাংশ ভেঙে অক্ষত অবস্থায় কুকুর ছানাগুলোকে উদ্ধার করা হয়। এরপর তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।