এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে পুকুর ভরাটকে কেন্দ্র করে রাস্তা অবরোধ বিজেপির।

হুগলি, ৬ ফেব্রুয়ারি:- সিঙ্গুর থানার দেশাপাড়া এলাকায় পুকুর ভরাট করা নিয়ে রাস্তা অবরোধে সামিল গ্রামবাসী সহ বিজেপি নেতৃত্ব। আধঘণ্টার অবরোধের জেরে বৈদ্যবাটি-তারকেশ্বর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। স্হানীয় গ্রামবাসী বাপন কোলের অভিযোগ, এই দেশাপাড়া গ্রামের ৪৬/৭৮ দাগ নাম নাম্বারে ৪০ শতক একটি পুকুর ছিলো। যে পুকুরে গ্রামবাসীরা ব্যবহার করতো। বর্তমানে সেই পুকুরের ২৩ শতক বুজিয়ে ইতিমধ্যেই পেট্রল পাম্প তৈরি করা হয়েছে। এরপর পেট্রল পাম্পের পাশে ৪৬/৭৮ দাগ নাম্বারে ১৭ শতক পুকুরকে রবিবার রাত থেকে বোজানো শুরু করায় আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।

খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। আগে এই এলাকায় যে পুকুর ছিল, সেই পুকুরে নিয়মিত মাছ চাষ থেকে কাপড় ধোয়া, বাসনমাজা সবই করতো বলে জানিয়েছে। পেট্রল পাম্প মালিক নন্দলাল মিশ্র জানিয়েছে, তিনি সরকারী নিয়ম মেনে বৈধভাবে এই পাম্প তৈরি করেছেন। পুকুরের বদলে পুকুর করা হয়েছে। দোষ যদি আমার থাকে, আমি তা স্বীকার করে নেবো।