হাওড়া, ৫ ফেব্রুয়ারি:- এ কী কান্ড! ব্যাঙ্কের এটিএম কাউন্টারে হঠাৎ ভাঙচুর যুবকের। ছুটে এলো পুলিশ। শ্রীঘরে যুবক।হাওড়ার ব্যস্ততম মহাত্মা গান্ধী রোডের সরকারি ব্যাঙ্কের এটিএমে ভাঙচুর যুবকের। রবিবার সন্ধ্যায় পথচলতি মানুষ দেখতে পায় হঠাৎই এক যুবক এটিএমে ভাঙচুর চালাচ্ছে।
তখনই তাকে স্থানীয় মানুষ আটক করে রেখে পুলিশে খবর দেওয়া হয়। ছুটে আসে হাওড়া থানার পুলিশ। যুবককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। কি কারণে এটিএম ভাঙচুর করা হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।