এই মুহূর্তে কলকাতা

সাংবাদিকদের পরিবারের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন কলকাতা প্রেস ক্লাবে।


কলকাতা, ১৬ জানুয়ারি:- রাজ্যে নয় মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের হাম ও রুবেলার বিশেষ টিকাকরণ অভিযানের দ্বিতীয় সপ্তাহে শহরের বেসরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে টিকাকরণের কাজ চলছে। কলকাতা প্রেস ক্লাবে আজ শহরের সাংবাদিকদের পরিবারের ছেলেমেয়েদের জন্য বিশেষ টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে অংশ নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের সহকারী অধিকর্তা ডাক্তার পার্থ দে জানিয়েছেন, কলকাতায় মোট ১১ লক্ষ ছেলে মেয়েকে হাম ও রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রথম সপ্তাহের রিপোর্টে দেখা যাচ্ছে ইতিমধ্যে শহরে ৬০ হাজারের বেশি ছেলেমেয়ে এই টিকা নিয়েছে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ওই কর্মসূচির প্রথম সপ্তাহে মূলত বিভিন্ন সরকারি স্কুলের পড়ুয়াদের টিকাকরণের আওতায় আনা হয়েছে।

চলতি সপ্তাহ থেকে টিকাকরণ ে আরো গতি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই টিকা নেওয়ার উপযুক্ত একটি শিশু যেন টিকাকরণের আওতার বাইরে না থাকে তার জন্য রাজ্য সরকার সব রকম পদক্ষেপ করছে। স্কুল ছুট এবং ফুটপাতবাসি শিশুদের হাম রুবেলা টিকাকরণের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। কলকাতা সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি লেডি ডাফরিন হাসপাতাল, অবিনাশ দত্ত হাসপাতাল, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল,চিত্তরঞ্জন সেবা সদনে স্থানীয় বাচ্চা বিশেষ করে পথ শিশুদের টিকাকরণের কাজ চলছে। এর পাশাপাশি প্রতি বুধবার কলকাতা পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের পুরো স্বাস্থ্য কেন্দ্রগুলিতে হাম ও রুবেলার টিকা দেওয়া হচ্ছে। ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত টিকাকরণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আরো এক দফা বিশেষ টিকাকরণ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।