এই মুহূর্তে জেলা

বীরভূম জেলায় জয়দেব কেন্দুনি মেলা।

বীরভূম, ১৬ জানুয়ারি:- জয়দেব কেন্দুলী মেলাতে লক্ষাধিক মানুষের সমাগমে মকর সংক্রান্তিতে সকল পুণ্যার্থী একসঙ্গে অজয় নদীতে স্নান করেন এবং মন্দিরে পূজো দেন। এই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অজয় নদীর পাড়ে বহু সংখ্যক আখড়া এই আগড়াগুলিতে সাধারণত হরিনাম সংকীর্তন ও বাউল গানের আসর বসে। আউল বাউলে মেতে উঠেছে এই জয় দেব কেন্দুলী মেলা।

ফুলচাঁদ স্মৃতি সংঘ সমিতি প্রদীপ উজ্জ্বলনে মাধ্যমে এই আখড়ার শুভ সূচনা করেন বিশিষ্ট গুণীজনেরা তাদেরকে ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় পড়িয়ে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ফুল চাঁদ স্মৃতি সংঘ সমিতির আখরায় বহু মানুষ এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানটি দেখার জন্য। এই আখরায় তিন দিন ধরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে। সর্বধর্ম সমন্বয়ে এই জয়দেব কেন্দুলী মেলা আনন্দে মুখরিত হয়ে ওঠে।