হাওড়া, ১৫ জানুয়ারি:- রবিবার সন্ধ্যে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার বেলুড়ে। এই ঘটনায় পুড়ে জখম হন এক ব্যক্তি। এদিন বেলুড়ের গিরিশ ঘোষ রোডের এক বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে।
গৃহকর্তা বিজয় কুমার জয়সোয়াল আগুনে পুড়ে জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।