হুগলি, ২২ ডিসেম্বর:- প্রতি বছরের মতো এই বছর ও ২৫শে ডিসেম্বর এর প্রাক্কালে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় নিজে সান্তা সেজে ঝুলিতে কেক চকলেট গিফট নিয়ে তার সমাজসেবী সংস্থা প্রকৃতির মেম্বার নিয়ে হাজির হন ওই স্কুলে। জিঙ্গেল বেল এর সুরে বাঁশি বাজানো হয়। যেহেতু স্কুলের বাচ্ছারা দৃষ্টি হীন তাই কিছুটা সেই সুরেই অনুভব করে ফেলেন তাদের কাছে সান্তা এসেছে। সেখানে সকলের হতে কেক চকলেট জামা, শীত এর সামগ্রী তুলে দেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। শেষে সুবীর বাবু বলেন প্রতি বছরই আমার টিম প্রকৃতির মেম্বার দের নিয়ে কখনো ফুটপাঠের যীশু বা এই বিশেষ সক্ষম যীশু রূপি দের কাছে এসে যাই।
বিভিন্ন সামাজিক কাজের সাথে সাথে এটাও একটা আমার কর্তব্য বলে মনে করি। এক এখানে যাদের দেখি এরা কিন্তু কেউ অন্ধ নয় অন্ধ তো আমরা যারা রাস্তায় কোনো অসহায় কে দেখলেও আমরা এগিয়ে যাই না। বৃদ্ধ পিতা মাতা দের অবহেলা করা হয় আমাদের এই সমাজে। কিন্তু আমরা এই টিম প্রকৃতি বিভিন্ন সময় আমরা অসহায়ের পাশে থাকি সারা বছর। আমরা মনে করি অন্ধ এই পৃথিবীতে আমরা চশমা বিক্রি করছি যাতে আমাদের দেখেও আরো সকলে এগিয়ে আসে অন্তরের দৃষ্টি তে দেখে অসহায়ের পাশে সকলে থাকে।