এই মুহূর্তে জেলা

আনিস খানের হত্যাকাণ্ডে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফের উত্তপ্ত আমতা।


হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- ছাত্র-নেতা আনিস খানের হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠলো হাওড়ার আমতা। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী পুলক রায় আনিসের পরিবারের সঙ্গে দেখা করেন। বাড়ির বাইরে প্রচুর মানুষ এদিন বিক্ষোভ দেখান। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।

There is no slider selected or the slider was deleted.

এদিনই দুপুর ২টায় আনিসের বাবা ও ভাই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আজই মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলতে চান বলে জানা গেছে। সেই জন্য পরিবারের সদস্যদের নবান্নে ডাকা হয়েছে বলে মন্ত্রী পুলক রায় জানিয়েছেন। অন্যদিকে, ঘটনার তদন্ত যাতে দ্রুত হয় সেজন্য আমরা পরিবারের পাশে আছি জানান আমতার বিধায়ক সুকান্ত পাল।

There is no slider selected or the slider was deleted.