এই মুহূর্তে জেলা

ফাঁসিদেওয়ায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক।

 

দার্জিলিং,২ ফেব্রুয়ারি:- রবিবার ফের একবার শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের রুহমুজোতের এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল। জানা গিয়েছে যে এদিন রুহমুজোতের স্থানীয় একটি চা বাগানে চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। এরপরেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং স্থানীয়রা লাঠি হাতে তুলে নিয়ে বেরিয়ে পরেন। এর পাশাপাশি স্থানীয়রা নিজেরাই ওই চা বাগানে তল্লাশি চালান। অপরদিকে খবর দেন ফাঁসিদেওয়া থানার পুলিশ ও বনদপ্তরকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই রুহমুজোত ও দ্বারাবক্সজোত সংলগ্ন এলাকায় তিনটি চিতাবাঘ দেখতে পান স্থানীয়রা। এরপরে বনদপ্তরকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে যায়। এবং গোটা এলাকা তল্লাশি চালান। তবে সেদিন কোন কিছু খুঁজে পাওয়া যায়নি। এরপর ফের এদিন চিতাবাঘের পায়ের ছাপ মেলে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.