এই মুহূর্তে কলকাতা

স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে পরিবহন দপ্তর।

কলকাতা, ১০ জানুয়ারি:- যানবাহনে যাত্রী সুরক্ষা বাড়াতে সব যাত্রিবাহী গাড়িতে অবস্থান নির্ণায়ক প্রযুক্তি বা লাগানোর প্রযুক্তি বাধ্যতামূলক করা হয়েছে রাজ্যে। সোমবারই ওই প্রযুক্তির আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের ধাপে এবার স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য পরবহন দফতর। ওই মোবাইল অ্যাপের মাধ্যমে নিজের মোবাইলেই ছেলেমেয়ের স্কুলবাসের নির্দিষ্ট অবস্থান জানতে পারবেন অভিভাবকরা। রাজ্যের পরিবহণ দফতর কলকাতা ও শহরতলি এলাকার প্রত্যেকটি সরকারি ও বেসরকারি স্কুলের বাস ও পুলকারকে বাধ্যতামূলক ভাবে এই অ্যাপের আওতায় । সেই অনেক সময়ই স্কুলগাড়ি দুর্ঘটনায় পড়া কিংবা লেট করা নিয়ে বিস্তর অভিযোগ উঠে। পরিবহণ দফতরের এই অ্যাপ কার্যকর হলে স্কুলগাড়ি কিংবা পুলকার চালকদের একাংশের দাপাদাপিও অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, স্কুলগাড়ির জন্য খুব শীঘ্রই এই অ্যাপ চালু করা হবে। স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে অভিভাবকরা এই অ্যাপ ব্যবহারের যাবতীয় সুলুকসন্ধান জানতে পারবেন। ছোট ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতের গোটা প্রক্রিয়াটি আরও নিরাপদ করে তুলতেই এই সরকারি পদক্ষেপ। তবে ঠিক কবে থেকে এই অ্যাপ কার্যকর হবে তা এখনও জানা যায়নি। স্কুলবাস বা পুলকারে পাঠিয়ে অধিকাংশ সময় দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা। তাঁদের সেই দুশ্চিন্তা দূর করবে পরিবহণ দফতরের এই অ্যাপ। এর মাধ্যমে তাঁর গাড়ির গতিবিধি নজরে রাখতে পারবেন। সেই সঙ্গে পড়ুয়াদের নিরাপত্তাও সুনিশ্চিত করা সম্ভব হবে। পরিবহণ দফতরের এক আধিকারিক জানিয়েছে, সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলের ক্ষেত্রেও এই সুবিধা মিলবে। তার মতে, অ্যাপটি চালু হলে পড়ুয়াদের অভিভাবকরা খুব সহজেই গাড়ির গতিবিধি নজর রাখতে পারবেন। কোনও বিপদ হলে দ্রুত ঘটনাস্থলে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পরিবহণ দফতর অ্যাপটি তৈরির কাজ শুরু করে দিয়েছে মাস খানেকের মধ্যে এটি তৈরির কাজ শেষ হয়ে যাবে।