এই মুহূর্তে জেলা

ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদগীদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্রভবনে বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হল সম্মেলন।

হুগলি, ১১ জানুয়ারি:- ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদগীদের নিয়ে চুঁচুড়ার রবীন্দ্রভবনে বুধবার সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হল সম্মেলন। রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্প উদ্যোগীদের নিয়ে বিভিন্ন জেলাতে করা হচ্ছে সম্মেলন। সেইমতো হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের নির্দেশেই এই সম্মেলন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পদ্যোগীরা এখানে উপস্থিত হয়েছিলেন।

মূলত তাদের শিল্প তৈরি এবং চালানোর ক্ষেত্রে কোন রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন কিনা তা সরাসরি এখানে আলোচনা হয়। এছাড়াও সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে শিল্পোদগীদের যেকোনো সমস্যা সমাধান করা হয় এখান থেকে। এদিন এখানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও তাজমুল হোসেন পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক পি দিপাপিয়া সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ও হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।