এই মুহূর্তে জেলা

নতুন বিল্ডিং তৈরির সময় লাগাতেই হবে পুরসভার ছাড়পত্র বোর্ড , সিদ্ধান্ত হাওড়া পুরসভার।

হাওড়া, ২০ এপ্রিল:- বাড়ি তৈরির সময় কোনও বেনিয়ম আর নয়। নতুন বিল্ডিং তৈরির সময় প্রকল্প এলাকায় এখন থেকে লাগাতেই হবে পুরসভার ছাড়পত্র সংক্রান্ত বোর্ড। এর সঙ্গে বাড়ির ক্রেতা বিক্রেতার যাবতীয় তথ্যও উল্লেখ থাকতে হবে সেখানে। সিদ্ধান্ত নিলো হাওড়া পুরসভা। জানা গেছে, আগামী দিনে হাওড়া শহরে নতুন বিল্ডিং তৈরির ক্ষেত্রে প্রোজেক্ট এলাকায় লাগাতেই হবে বোর্ড। পুরসভার অনুমতি সহ যাবতীয় তথ্য উল্লেখ থাকতে হবে সেখানে। এই বিষয়ে হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন, বিল্ডিং সংক্রান্ত ব্যাপারে আমরা পুরসভার তরফ থেকে কিছু পদক্ষেপ আগেই নিয়েছিলাম। তার মধ্যে যেটা করেছিলাম নতুন যে সমস্ত বিল্ডিং তৈরি হবে সেই সব বিল্ডিং এর সামনে একটা করে বোর্ড লাগাতে হবে। সেই বোর্ডে উল্লেখ থাকবে কে বিল্ডিং তৈরি করছেন,

কার জমিতে সেই বিল্ডিং তৈরি হচ্ছে এবং পুরসভার একটা অনুমতি প্ল্যান এটা তাদের ওই বোর্ডে লাগাতে হবে। ওই বোর্ডে এই সমস্ত তথ্য দিতে হবে। যিনি কিনতে যাবেন তিনিও যেন ওই তথ্যটা দেখে তবেই বিল্ডিংটা কেনেন। নতুন যে বিল্ডিংগুলো হচ্ছে সেগুলোর সামনেই ওই বোর্ড লাগাতে হবে। সেটা হচ্ছে কিনা আমরা তা দেখে নেব। আমরা হাওড়ার পুরনিগমের পক্ষ থেকে বলতে চাইছি যিনি বিল্ডিং বানাচ্ছেন তিনিও যেন সবকিছু জানেন এবং যিনি কিনছেন তিনিও যেন বিল্ডিং সংক্রান্ত ব্যাপারে সবকিছু জানেন। বিশেষ করে আমরা এই বার্তাটা খুব সুস্পষ্টভাবে দিতে চাইছি বিশেষ করে ক্রেতাদের কথা মাথায় রেখে যে তারা বাড়িটি কিনতে গিয়ে যেন কোনও অসুবিধায় না পড়েন। তাই আমরা একটা সুস্পষ্ট বার্তা দিতে চাইছি তাঁরা যেন এই সবদিক মাথায় রেখেই কাজ করেন।