এই মুহূর্তে জেলা

দু’বছর পর চেনা ছন্দে ব্যান্ডেল চার্চ।

সুদীপ দাস, ২৫ ডিসেম্বর:- টানা দু’বছর করোনা পরিস্থিতির পর চেনা ছবি হুগলীর ব্যান্ডেল চার্চে। বড়দিনের সকাল থেকেই ব্যান্ডেল চার্চে উপচে পড়ল ভিড়। আট থেকে আশি, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ বড়দিনের আনন্দে গা ভাসাতে ভিড় জমান ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে। কিন্তু বিগত বছরগুলির ন্যায় ২৫শে ডিসেম্বর ও ১লা জানুয়ারি চার্চের প্রবেশদ্বার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতি বছর এই সিদ্ধান্ত নেয় চার্চ কর্তৃপক্ষ। তবে প্রতিবারই বহু মানুষ এই দু’দিন চার্চে এসে বাইরে থেকে ফিরে যান। এবারেও তার অন্যথা হয়নি। দূরদূরান্ত থেকে আগত অগুন্তি মানুষ এদিন বাইরে থেকেই চার্চের সৌন্দর্য প্রত্যক্ষ করেন। যদিও সাধারণের কথা মাথায় রেখে চার্চের মূল ফটকের সামনে সুসজ্জিত গোসালা তৈরি করা হয়েছে।

বাইবেল মতে গোসালাতেই প্রভু যীশুর জন্ম হয়। সুসজ্জিত সেই গোসালার সামনে ভিড় জমান সাধারণ মানুষ। যদিও যারা চার্চ বন্ধ থাকার কথা না জেনে এসেছেন তাঁদেরকে এদিন গোমরা মুখেই বাড়ি ফিরতে হয়। চার শতাধিক বছরের পুরনো এই চার্চ দেখার পাশাপাশি অনেকেই চার্চের পিছনে গঙ্গা পাড়ের মনোরম পরিবেশে বনভোজন সারেন। সেখানে বিরাট মেলাও বসে। কোভিড বিধি মেনে এদিন অনেককেই মাস্ক পরে চার্চে আসতে দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে চার্চ চত্ত্বরে পুলিশি ব্যবস্থা ছিল আঁটোসাটো। চার্চের পাশাপাশি এদিন হুগলীর আরও এক ঐতিহাসিক স্থান ইমামবাড়াতেও ভিড় জমান মানুষ। আগামী ১লা জানুয়ারি পর্যন্ত ইমামবাড়ায় এই ভিড় বজায় থাকবে। তাই ইমামবাড়া কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।