এই মুহূর্তে কলকাতা

টেটের ফল প্রকাশ।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- পরীক্ষার ২ মাসের মাথায় ২০২২-এর টেটের ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তিনি জানান, প্রথম দশে রয়েছেন মোট ১৭৭ জন। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের এনা সিং। চারজন করে প্রার্থী দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। ৩টের পর থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org থেকে প্রার্থীরা ফল জানতে পারবেন।  সেখানে প্রার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি, প্রশ্নের বুকলেট নম্বর এবং সিরিজ, ওএমআর বারকোড নম্বর থাকবে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, পরীক্ষা থেকে শুরু করে ফলপ্রকাশ, সবক্ষেত্রে পুরোপুরি স্বচ্ছতা বজায় রাখা হয়েছে।

সে কারণেই ফলপ্রকাশের ক্ষেত্রে কোনও রকম তাড়াহুড়ো করা হয়নি। তিনি আরও জানান, কিছু ভুল থাকার কারণে ৪টি প্রশ্নের ক্ষেত্রে সব প্রার্থীকে পুরো নম্বর দেওয়া হবে। প্রাথমিক উত্তরপত্রের যে সব প্রশ্ন নিয়ে প্রার্থীরা চ্যালেঞ্জ করেছিলেন, তা খতিয়ে দেখার পর বৃহস্পতিবার চূড়ান্ত ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয় এবং ওই উত্তরপত্রের ভিত্তিতেই আজ প্রাথমিক টেটের ফলাফল ঘোষণা করা হল। গত বছরের ১১ই ডিসেম্বর টেট নেওয়া হয়েছিল। এবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। গৌতমবাবু জানান, এ বছর আবার টেট নেওয়া হবে। পরীক্ষার দিনক্ষণ কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান তিনি।