এই মুহূর্তে জেলা

ত্রিবেণীতে ভয়াবহ আগুন, বন্ধ করা হলো আসাম রোড।


সুদীপ দাস, ২০ ডিসেম্বর:- ত্রিবেণীর কালিতলায় ঝুপড়িতে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঘটনাটি ঘটে ত্রিবেনীর কালীতলার। স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রিবেণী কালিতলা ব্রিজের পাশে জমিয়ে রাখা প্লাস্টিকের বস্তাতে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় মগরা থানা ও দমকল বিভাগে। স্থানীয়রা নিজেরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও প্লাস্টিক বেশি থাকায় তা ভয়াবহতা চেহারা নেই। ঘটনাস্থলকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানাযায়। প্রথমে দমকলের ১টি ইঞ্জিন ও পরে আরো ১টি ইঞ্জিন আসে। ঘটনাস্থলে উপস্থিত বিদ্যুৎ দপ্তর, ও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, সহ আরো অনেকে। বন্ধ করে দেওয়া হয় আসাম রোড। হতাহতের কোনো খবর নেই।