এই মুহূর্তে খেলাধুলা

শিল্ডে ফুটবলারদের চিন্তা দূর আইএফএ-র

প্রসেনজিৎ মাহাতো , ২২ নভেম্বর:- শিল্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। জৈব বলয় না থাকায় অনেক প্রশ্ন উঠেছিল। সেই সমস্ত নেটিজেনদের ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে ফেলে দিলেন আইএফএ সচিব। আসন্ন আইএফএ শিল্ডে অংশ নেওয়া ১২ দলের প্রত্যেক ফুটবলার–কোচ–সাপোর্ট স্টাফদের মাথাপিছু তিন লাখ টাকার স্বাস্থ্যবিমা করিয়ে দিচ্ছে রাজ্য ফুটবল সংস্থা। দলগুলির কাছে আইএফএ–র তরফে এসওপি পাঠানো হচ্ছে। যা মেনে চলতে হবে। দলগুলির কাছে প্রশ্নমালা পাঠাচ্ছে আইএফএ। সেখানে করোনা সংক্রাত বেশ কিছু প্রশ্ন থাকবে। যেমন, সাম্প্রতিক জ্বর হয়েছিল কিনা? বিদেশি কিংবা বাইরে গিয়েছিলেন কিনা। এরকম নানাবিধ প্রশ্নের উত্তর দিয়ে ফর্মটা পূরণ করে আইএফএ-কে জমা দিতে হবে। শিল্ডে ম্যাচ আয়োজন নিয়ে সতর্ক আইএফএ।

যে মাঠগুলিতে খেলা হবে, প্রত্যেকটা মাঠে স্যানিটাইজিং টানেল থেকে শুরু করে চিকিৎসক, থার্মাল স্ত্রিনিং, ফুটবলারদের করোনা পরীক্ষা—সবেরই আয়োজন থাকবে। সুদেবা এফসি–র বদলে শিল্ডে খেলবে রিয়েল কাশ্মীর। আগে ঠিক ছিল, কোয়ার্টার ফাইনাল থেকে ম্যাচ সেরার ট্রফি এবং আর্থিক পুরস্কার দেওয়া হবে। কিন্তু এ দিনের বৈঠকে ঠিক হয়, প্রথম ম্যাচ থেকেই ম্যাচ সেরার ট্রফি থাকবে। কোয়ার্টার ফাইনাল থেকে ট্রফির সঙ্গে যুক্ত হবে আর্থিক পুরস্কার। দলগুলি তিনজন বিদেশি নথিভুক্ত করিয়ে খেলাতে পারবে দু’জনকে। পঁাচ বদলের নিয়মও থাকছে। সচিব জয়দীপ মুখার্জি বলেন, ‘প্রত্যেক দলের নথিভুক্ত ২৫ ফুটবলার, কোচ–সহ পঁাচজন সাপোর্ট স্টাফ—প্রত্যেকের জন্যই তিন লাখ টাকার কভারেজ থাকছে।’ করোনা কালে ময়দানে খেলা ফিরিয়ে ফুটবলারদের মুখে হাসি ফুটিয়েছেন জয়দীপ। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য বুকের পাটা থাকা দরকার।