এই মুহূর্তে জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পর্যটক বোঝাই বাস হরিপালে।


হুগলি, ১৪ ডিসেম্বর:- নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল পর্যটক বোঝাই বাস আহত প্রায় ত্রিশ জন, একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি আজ সকালে হরিপালের ইলাহিপুর এলাকায় ডানকুনি আরামবাগ রাজ্য সড়কে অহল্যাবাই রোডে ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে টুরিস্ট বাসে গত সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের রায়দিঘি থেকে পুরুলিয়ার অযোধ্যায় বেড়াতে গিয়েছিলেন ৬৭ জনের একটি দল। আজ ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে যায় হরিপাল থানার পুলিশ। দুর্ঘটনায় গুরতর জখম হয় প্রায় ত্রিশ জন পর্যটক। তাদের হরিপাল গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন হাসপাতালে মারা যায় মৃত তাপসী মালিক (৩৬)। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই অন্য একটি টুরিস্ট বাসের সহযোগিতায় উল্টে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করে। নয়ানজলি থেকে অত্যাধুনিক ক্রেনের সাহায্যে বাসটি টিকে উদ্ধার করা হয়েছে।