হুগলি , ৩ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।কোন্নগর সেলাই কেল্লা কারখানার উল্টো দিকে এক সেনাকর্মীর আবাসনে তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো। ওই আবাসনের বাসিন্দা রিতেশ কুমার সিং বর্তমানে কর্মসূত্রে সেনাবাহিনীতে আগ্রায় কর্মরত।তার স্ত্রী নিলম সিং ও তার দুই কন্যা সন্তান বর্তমানে ওই আবাসনে থাকেন।
শনিবার দুপুরে আবাসনে তালা দিয়ে শাস্ত্রীনগরে তার বাবার বাড়ি যান নিলম। এরপর রাতে আবাসনে ফিরে দেখেন তার আবাসনের তালা খুলে আলমারি খুলে সমস্ত কিছু চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা। প্রায় ৩০০০০ থেকে ৩৫০০০ টাকা ও কিছু গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।কিন্তু ব্যাস্ত কোন্নগর স্টেশন চত্বর এলাকায় দিনে দুপুরে সেনাকর্মীর আবাসনে চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর ফাঁড়ির পুলিশ।