এই মুহূর্তে কলকাতা

আসন্ন পঞ্চায়েতে সংরক্ষিত আসন বাড়লো প্রায় তিন হাজার।


কলকাতা, ১২ ডিসেম্বর:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে সংরক্ষিত আসন বাড়ল প্রায় তিন হাজার।রাজ্যের ৬২হাজার ৪০৪ টি আসনের মধ্যে মহিলা সহ তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন থাকছে প্রায় ১৬ হাজার। ২০১৮ নির্বাচনে এই সংখ্যা ছিল ১২ হাজার ৮৬৩। এবার তা বেড়ে হয়েছে এবার ১৫ হাজার ৭৬৮।অবশ্য সে সময় আসন ছিল ৪৮ হাজার ৬৫০।এবার তফসিলি উপজাতির জন্য ৩৫৬৭ টি আসন সংরক্ষিত রাখা হচ্ছে। অন্যান্য অনগ্রসর জাতির জন্য সংরক্ষিত আসন রাখা হয়েছে ৯৩৯৬। এবারের পঞ্চায়েত নির্বাচনে ও সংরক্ষিত আসনের সংখ্যা ১৬ হাজার ৭৪৮। অপরদিকে ৯ হাজার ৪৯৮ টি আসন বিশিষ্ট পঞ্চায়েত সমিতিতে তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসন সংখ্যা ২ হাজার ৫০৬। তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত আসল সংখ্যা ৬২১। অন্যান্য অনগ্রসর জাতির জন্য আসন নির্দিষ্ট হয়েছে ১৩৪৫। অসংরক্ষিত আসন সংখ্যা ২৫০৭ জেলা পরিষদের ৯২৮ টি আসনের মধ্যে মহিলা সহ তফশিলিদের জন্য সংরক্ষিত ২৫১ টি আসন। তফশিলি র উপজাতির জন্য ৬১ এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ১৩৬ টি আসন।

ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরেই এবার আসন সংখ্যা বাড়ছে। পঞ্চায়েতি ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ১৩ হাজারের বেশি। নভেম্বরে প্রকাশিত পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকার থেকেও চূড়ান্ত তালিকায় গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ৪০ টি। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সেখানেই এই তথ্য উঠে এসেছে। আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা অনুযায়ী ২০১৮ সালের তুলনায় এ বার গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ১৩,৭৫৪টি। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আসন বেড়েছে যথাক্রমে ২৮১ এবং ১০৩টি। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে,২০১৮ সালে জেলা পরিষদে আসনের সংখ্যা ছিল ৮২৫টি। এবার তা বেড়ে হয়েছে ৯২৮। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৯২১৭ থেকে এবার বেড়ে হয়েছে ৯৪৯৮। ২০১৮ সালের হিসেবে গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা ছিল ৪৮৬৫০। এবার আসন পুনরবিন্যাসের চূড়ান্ত তালিকায় তা বেড়ে হয়েছে ৬২ হাজার ৪০৪। এরফলে আসন্ন পঞ্চায়েত ভোটে আরও বেশি সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে থাকবেন।