এই মুহূর্তে কলকাতা

চাকরি প্রার্থীর হাতে পুলিশ কর্মীর কামড়ে দেওয়ার ঘটনা খতিয়ে দেখার প্রয়োজন বলে মন্তব্য অধ্যক্ষকের।

কলকাতা, ১১ নভেম্বর:- আন্দোলনরত শিক্ষক চাকরি প্রার্থীর হাতে পুলিশ কর্মীর কামড়ে দেওয়ার ঘটনার প্রেক্ষাপট ভালোভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় মন্তব্য করেছেন। পুলিশ যদি উত্তেজনা প্রশমনে কোন কাজ করেন তা অপরাধ নয় বলেও তিনি মন্তব্য করেন। বিধানসভা ভবনে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বলেন বিষয়টি বিচারাধীন।

তবে ওই ঘটনায়কী প্ররোচনা তৈরি হয়েছিল দেখতে হবে। যদি কাউকে হঠাৎ এমনভাবে উত্তেজিত করে দেওয়া হয়, আর তিনি যদি সেই উত্তেজনা প্রশমনে কোনও কাজ করেন তাহলে তা অপরাধ নয়। অন্যদিকে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় ওই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন যা হয়েছে তা ঠিক হয়নি। পুলিশের আচরণ বিধি অনুযায়ী এ ধরনের কাজ করা যায় না। আদতে সেদিন কি ঘটেছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।