এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত


কলকাতা, ৩১ অক্টোবর:- ডেঙ্গির দাপটের মধ্যেই রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরে এই রাজ্যে এখনও পর্যন্ত ১৩ হাজার ৮৪৮ জন ম্যালেরিয়ার কবলে পড়েছেন। দু’মাস আগে এই সংখ্যাটা ছিল মাত্র ২ হাজার ৭০০। ম্যালেরিয়ায় আক্রান্তের দিক থেকে দেশের মধ্যে এখন পশ্চিমবঙ্গ রয়েছে তিন নম্বরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব নিয়ে ইতিমধ্যে বিস্তারিত তথ্য পাঠিয়েছে রাজ্য সরকার। সেই তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পাঠানো রিপোর্টে ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগপ্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং দার্জিলিং, ডেঙ্গিপ্রবণ এই জেলাগুলিতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ম্যালেরিয়ায় আক্রান্ত হলে জ্বর, পেট ব্যথা, ডায়ারিয়া, পেশিতে ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা দেয়। অনেক সময় পেশিতে খিঁচুনি বা মলের সঙ্গে রক্তপাত-ও হয়। এই ধরনের উপসর্গ দেখা দিলে, দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।