হাওড়া, ১৯ মার্চ:- ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার চামরাইলে। এই ঘটনায় চালক সহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। এদের কয়েকজনকে কোনা স্বাস্থ্যকেন্দ্রে এবং বাকিদের হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। হাওড়া জেলা হাসপাতালে চালককে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে, আইটিসি সংস্থার নিজস্ব বাসেই পাঁচলার অফিস থেকে বাড়ি ফিরছিলেন সংস্থার কর্মীরা।
আচমকাই এদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেনারের পিছনে ধাক্কা মারে। বাসের সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। আহতদের পুলিশ উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে দুর্ঘটনাস্থলে যানজট ছড়িয়ে পড়ে। পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যায়।