হুগলি, ২৬ অক্টোবর:- হরিপালের ইলাহিপুর কিরণময়ী তালপুকুর ধার এলাকার ঘটনা।মহিলার পরিরারের অভিযোগ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় খুন বলে অভিযোগ। মৃত মহিলার নাম সীমা দুলে (৩৮)। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। জানা গেছে বছর কুড়ি আগে সীমার বিবাহ হয় শ্রীরামপুরে। বিয়ের দশ বছর পর স্বামী মারা যান, তার পর থেকেই বাপের বাড়িতেই দুই সন্তান নিয়ে বসবাস করতেন সীমা। পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। পরিবারের দাবি জাঙ্গিপাড়ার হাজীপুর এলাকার মিলন বাউরি নামে এক যুবকের সাথে মিসড কলের সূত্রে বছর চারেক ধরে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে।সেই সম্পর্কে টানা পোড়েন দেখা দেয়। সম্ভবত সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন সীমা। গত কয়েকিদিন প্রেমিকের ফোন ধরেননি।তাই গতকাল রাতে প্রেমিক মিলন মহিলার বাড়িতে আসে।
তাদের মধ্যে বচসা হয়। সীমার ছেলে মিলনকে শাবল দিয়ে মারতে যায়।মিলন সেই শাবল কেরে নিয়ে সীমার ছেলে মেয়েকে মারধোর করে বলে অভিযোগ। ঘটনার পরই বাড়ি থেকে বের হয়ে যান সীমা। এর পর আজ সকালে গ্রামেরই একটি পুকুর পারে গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পাশেই একটি মুগুর পরে ছিল। পরনের শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া, দুটো পা ভাঁজ করা মাটিতে ঠেকে ছিল। হরিপাল থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতার ভাই এর অভিযোগ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যই দিদিকে খুন করেছে অভিযুক্ত যুবক। যুবকের বিরুদ্ধে পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিপাল থানার পুলিশ।