এই মুহূর্তে জেলা

গুপ্তিপাড়া ফেরিঘাটে অবৈধ ভেসেল পারাপার বন্ধ করে দিল পঞ্চায়েত।

হুগলি, ১০ এপ্রিল:- বিপদজনক ভাবে ভেসেলে করে চলছে বালি পাথর বোঝাই লরি পারাপার। ক্ষতিগ্রস্থ হচ্ছে পঞ্চায়েতের রাস্তা। গুপ্তিপাড়া ফেরিঘাটে অবৈধ ভেসেল পারাপার বন্ধ করে দিল পঞ্চায়েত। সকাল হলেই সার সার বালি পাথর বোঝাই লরি ডাম্পার দাঁড়িয়ে পরে গুপ্তিপাড়া ফেরিঘাটের সামনে। রাস্তা দিয়ে চলাচলে অসুবিধায় পরতে সাধারন মানুষকে।ভেসেলে করে বালি পাথর নিয়ে লরি নদীয়ার শান্তিপুর যায়। এর আগেও স্থানীয়রা অভিযোগ জানিয়েছে। কিন্তু তার পরেও চলছে ভেসেল পারাপার। আজ গুপ্তিপাড়া এলাকার বাসিন্দারা ঘাটে গিয়ে ভেসেল বন্ধ করে দেয়। বালির লরি চালকদের কাছে ভেসেলে ওঠার বৈধ কাগজ দেখতে চাইলে দেখাতে পারেনি তারা।

এরপর গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিশ্বজিৎ নাগ বলেন, বেশ করেয়কদিন ধরেই স্থানীয়রা অভিযোগ করছিলেন। আজ আমিও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অশোক দাস সহ পঞ্চায়েত সদস্যরা গিয়ে দেখি ভারী লরি নিয়ে যাওয়ার ফলে একশ দিনের কাজ দিয়ে তৈরী ঢালাই রাস্তা ভেঙে যাচ্ছে। ভেসেলে ওঠা বারন সত্ত্বেও টন টন বালি পাথর নিয়ে পারাপারা করছে লরি ডাম্পার। পুলিশ এই পারাপারের ব্যবস্থা করছে। জেলা শাসক থেকে বিডিও থানা সব দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। একশ দিনের কাজের প্রকল্পে তৈরী রাস্তা সারিয়ে দিতে হবে যারা এই রাস্তা ভেঙেছে। সমস্ত লরি ডাম্পারকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় গ্রামবাসীরাই।