কলকাতা এই মুহূর্তে

প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে নির্দেশ শিক্ষা দপ্তরের।

কলকাতা, ১৫ অক্টোবর:- রাজ্যের সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন ফেরাতে এবার নির্দেশ দিল শিক্ষা দফতর। দফতরের তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। চলতি বছরের ২ মে স্কুল শিক্ষা দফতরের এক অধিকর্তার জারি করা এক নির্দেশিকার ভিত্তিতেই এই অতিরিক্ত বেতন ফেরাতে বলা হয়েছে। এই নির্দেশিকায় লেখা রয়েছে যে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অবিলম্বে অতিরিক্ত বেতন ফেরাতে হবে। উল্লেখ্য, গত ২মে এই নির্দেশ জারির পরেই শিক্ষক সংগঠনগুলি সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছিল।

তারা বলে, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের অনেক অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়।এই অতিরিক্ত দায়িত্বের মধ্যে রয়েছে, মিড ডে মিল, পোশাক বিতরণ, বই বিতরণ, সবুজসাথীর সাইকেল দেওয়া, প্রশাসনিক কাজকর্ম-সহ আরও বহু কাজ। এই সমস্ত কিছুরই দায়িত্ব থাকে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ঘাড়ে। পড়ানো ছাড়াও এত অতিরিক্ত দায়িত্ব পালনের জন্যই তাঁদের অতিরিক্ত বেতন দেওয়া হয়।