আরামবাগ, ১৫মে:- হুগলি জেলার আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের মীরপাড়া এলাকায় তৃনমুল ও বিজেপি সংঘর্ষের জেড়ে রাজনৈতিক উত্তেজনা। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। ঘটনাস্থলে পুলিশ। আহত ওই বিজেপি কর্মীর নাম হারাধন দোলুই। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিজেপি কর্মী হারাধন দোলুই বাড়ি থেকে বের হলে তৃনমুল কর্মীরা তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে বচসা শুরু হয়। আর সেই বচসা থেকে মারপিটের ঘটনা ঘটে। এরপরই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সুভাষ দোলুই বলেন, বিনা দোষে আমাদের বিজেপি কর্মীকে মারধর করা হলো।
তৃনমুল আশ্রিত দুষ্কৃতিরা মারধর করে।বিজেপি করার অপরাধেই মারধর করা হয়। অন্যদিকে স্থানীয় সিভিক ভলেন্টিয়ার বলেন,স্থানীয় তৃনমুল নেতা খোকন ও বিজেপি কর্মী হারাধন দোলুইয়ের মধ্যে মিনির জল কর নিয়ে মারপিট হচ্ছিল। আমি ছাড়াতে গিয়েছিলাম। অযোথা আমার নামে দোষ দেওয়া হচ্ছে। এই স্থানীয় তৃনমুল নেতৃত্বের দাবী এই ঘটনার সঙ্গে তৃনমুলের সঙ্গে যোগ নেই । প্রতিবেশিদের মধ্যে মারপিঠের ঘটনা ঘটেছে । সবমিলিয়ে তৃনমুল ও বিজেপির অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে আরামবাগের মীরপাড়া এলাকায়।