হাওড়া, ১২ অক্টোবর:- গত দ্বাদশীর দিন হাওড়ার শিবপুর থানা এলাকার ভুবন মোহিনী রোডের বাড়ি থেকে এক ট্রাভেল সংস্থার সঙ্গে কেদারনাথে বেড়াতে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র পাল নামের এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তিনি সেখানে ‘নিখোঁজ’ হয়ে যান। এরপর বুধবার সন্ধ্যে নাগাদ রুদ্রপ্রয়াগ থেকে সেখানকার প্রশাসন হাওড়ার শিবপুর থানায় যোগাযোগ করে কৃষ্ণচন্দ্র বাবুর মৃত্যুর খবর দেন।
এরপরেই পরিবার ওই ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে। কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। শিবপুর থানার পুলিশ জানিয়েছে, সম্ভবত উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। পুলিশ ওই ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। মৃতের পরিবারের তরফ থেকে বৃহস্পতিবার বিমানে তার দেহ কলকাতায় আনার চেষ্টা করা হচ্ছে।