এই মুহূর্তে জেলা

সোদপুর ফ্লাইওভারের নিচে ফাস্টফুডের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড।

ব্যারাকপুর , ২৬ মার্চ:- ভয়াবহ রকমের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সোদপুর স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি ফাস্ট ফুডের দোকানে। শুক্রবার বিকেলে আচমকাই আগুন লেগে যায় ওই ফাস্টফুডের দোকানটিতে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে ক্ষতিগ্রস্থ হয় পাশের আরও দুটি দোকান। যদিও দমকল আসার আগেই পাশে থাকা ড্রেনের জল তুলে স্থানীয়রা ও দোকানদাররা আগুন নেভানোর কাজে হাত লাগান। এদিকে খবর পেয়ে কিছুটা পরে ঘটনাস্থলে এসে দমকলের দু’টি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে স্টেশন সংলগ্ন এলাকাটিতে ঘন ঘন দু’দিকে একাধিক দোকান থাকায় ঢোকার রাস্তা খুবই সংকীর্ণ।

সেই কারণে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। অগত্যা ফ্লাইওভারের ওপর থেকেও দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে জল ব্যবহার করেন। এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে এক দমকল আধিকারিক সুব্রত চাকি জানান, কি ভাবে ওই ফাস্টফুডের দোকানে আগুন লাগল তা এখনই বলা সম্ভব না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান সর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় এক দোকান মালিক বিজন ভৌমিক বলেন,দুপুরে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। বিকেলে ছেলে ফোন করে বলে ফাস্টফুডের দোকানে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দিই। তার দাবি স্থানীয় মানুষজন ও দোকানদারদের চেষ্টায় আগুন আশে পাশের দোকানে সেই ভাবে ছড়িয়ে পড়তে পারেনি।