এই মুহূর্তে জেলা

বন্ধুদের হাতে খুন যুবক ভদ্রেশ্বরে।


সুদীপ দাস, ৭ অক্টোবর:- দশমীর দিন বন্ধুরা ডেকে নিয়ে গিয়ে খুন করে দিল এক যুবককে।ভদ্রেশ্বর থানার চাপদানির বাসিন্দা দুধ ব্যবসায়ী রাজ কুমার সাউ দশমীর দিন রাতে বাড়িতেই ছিল।রাতে ওর দুই বন্ধু কমল সাউ ও সরমন যাদব রাজ কুমারকে ডেকে নিয়ে যায় ঠাকুর বিসর্জন দেখবে বলে। তারপর থেকে বাড়িতে ফেরেনি রাজ কুমার। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বৃহস্পতিবার ভদ্রেশ্বর থানায় মিসিং ডায়েরি করে পরিবারের লোকজন।

শুক্রবার ভদ্রেশ্বর থানার অধিনে বিঘাটির এক হোটেলের পাশের জঙ্গলে এক মৃতদেহ দেখতে পায় পুলিশ। পরে পুলিশ জানতে পারে এই মৃতদেহ রাজ কুমার সাউ এর। ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে থানায় আনা হয়।খবর পেয়ে থানায় এসে কান্নায় ভেঙে পড়ে মা বাবা ভাই ও প্রতিবেশিরা। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।অভিযুক্ত দুজন কে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানা।