এই মুহূর্তে জেলা

দুর্যোগ পরিস্থিতি ও ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন মন্ত্রী অরূপ রায়।

হাওড়া, ৫ ডিসেম্বর:- আগামী ২৪ ঘন্টার মধ্যেই আসতে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর জেরে হাওড়ায় সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। এরই মধ্যে রবিবার বেলা ১০টা নাগাদ হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে নদীর পরিস্থিতি সরেজমনে খতিয়ে দেখতে আসেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোন রকমের পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি পুরনিগনের বিপর্যয় মোকাবিলা দল ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এসে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় প্রশাসনের কাজে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সবরকম পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত প্রশাসন। যদিও আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী, ঘূর্ণিঝড় জাওয়াদ তার শক্তি হারানোর ফলে আশঙ্কার কিছু না থাকলেও আমরা সতর্ক থাকব। বেশ কয়েকটি স্কুল বাড়ি তৈরি রাখা হয়েছে। যাতে প্রয়োজনে গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা যায়। সেখানে পর্যাপ্ত পানীয় জল ও খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি রাস্তাঘাট এবং নিচু এলাকা জলমগ্ন হয়ে গেলে সেই জল দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা হাওড়া পুরনিগম ইতিমধ্যেই নিয়েছে।