কলকাতা এই মুহূর্তে

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রসারে বড়সড় পদক্ষেপ রাজ্যের।

কলকাতা, ৭ অক্টোবর:- রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রসারে বড়সর পদক্ষেপ নিল রাজ্য সরকার।এই শিল্প ক্ষেত্রে বর্তমানে গোটা দেশে দু’নম্বরে রয়েছে বাংলা। এবার ছোট শিল্পে রাজ্যকে এক নম্বরে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কারণ এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পেই সর্বাধিক কর্মসংস্থান হয়। রাজ্য সরকারের অভিমত এই শিল্পক্ষেত্রের প্রসার ঘটলে বাংলার বুকে কর্মসংস্থানের ক্ষেত্রে জোয়ার তো আনবেই সেই সঙ্গে বাংলার অর্থনীতিকেও আরও জোরদার করে তুলবে। সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটাতে রাজ্য সরকার চলতি আর্থিক বছরে রেকর্ড ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার ঋণ প্রদানের লক্ষমাত্রা ধার্য করেছে।গত অর্থ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত এই ঋণ প্রদানের পরিমাণ ছিল প্রায় ৭০ হাজার কোটি টাকা।চলতি অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে ক্রেডিট লেন্ডিং প্রায় ২০ শতাংশ বাড়ানো হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গেছে।দফতর সূত্রে খবর ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার ঋণ প্রদানের লক্ষমাত্রার মধ্যে ৩৪ শতাংশ ঋণ ইতিমধ্যে মঞ্জুর হয়ে গিয়েছে।

কোভিড ঝড়ের মধ্যেও ২০২১-২২ অর্থবর্ষে গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ক্ষুদ্র শিল্প ঋণ প্রদান করা হয়েছিল প্রায় ৭০ হাজার কোটি টাকা। এই অর্থবর্ষের বাকি তিন মাসে আরও ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার ক্রেডিট লেন্ডিং হয়। ২০২০-২১ অর্থবর্ষে এই অঙ্ক ছিল ৮৭ হাজার কোটি টাকার এবং ২০১৯-২০ অর্থবর্ষে মোট ৭০ হাজার কোটি টাকার ক্রেডিট লেন্ডিং হয়েছিল। অর্থাৎ, চলতি অর্থবর্ষে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে ক্রেডিট লেন্ডিং। এই ক্রেডিট লেন্ডিং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে সাহায্য করবে নিজেদের কাজের পরিধি বৃদ্ধি করার ক্ষেত্রে। আর এই কাজের পরিধি বৃদ্ধি পেলেই সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। কাজ পাবেন বাংলার লক্ষ লক্ষ যুবক-যুবতী।