হাওড়া, ৭ অক্টোবর:- শুক্রবার পুজোর কার্নিভাল হলো হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নিচ্ছে ১৬টি পুজো কমিটি। ইতিমধ্যেই শুরু হয়েছে কার্নিভাল। উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়, নন্দিতা চৌধুরী, প্রিয়া পাল, কল্যাণ ঘোষ, পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা।
দুর্গাপুজোকে ইউনেস্কো’র আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে জেলার সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন উপলক্ষে হাওড়াতেও এবছর পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। বিকেল পাঁচটায় হাওড়ার গ্র্যান্ড ফোরশোর রোডে ওই দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। জেলার সেরা পুজো কমিটিগুলি এই কার্নিভালে অংশগ্রহণ করছে বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ১৬টির মতো পুজো কমিটি হাওড়া জেলার পুজো কার্নিভালে অংশগ্রহণ করছে।