এই মুহূর্তে জেলা

হাওড়াতেও ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন।

হাওড়া, ৫ অক্টোবর:- দশমীর সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে হাওড়ার বিভিন্ন ঘাটে। বাড়ির প্রতিমা ছাড়াও অনেক ক্লাব বারোয়ারির প্রতিমাও আজ নিরঞ্জন হচ্ছে। বিসর্জনকে কেন্দ্র করে পুরনিগম একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। গঙ্গায় ফেলা প্রতিমার কাঠামো দ্রুত তোলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

জলে কাঠামো যাতে বেশী দূর ভেসে না যায় তার জন্যও ব্যবস্থা করা হয়েছে। হাওড়া পুরনিগমের সাফাই বিভাগের কর্মীদের বিসর্জনের কাঠামো তোলার কাজে লাগানো হয়েছে। পুরসভা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব জলে পড়ে থাকা বর্জ্য তুলে ফেলতে।