নদীয়া, ৩ অক্টোবর:- কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গা পুজো শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের ঠাকুর দাদা রাঘব রায়ের সময় কালে প্রায় ৩০০ বছরের বেশি সময় ধরে।, রাজাও নেই রাজবাড়ির সেই জৌলুস না থাকলেও রাজবাড়ীর দুর্গা দালানে একইভাবে নিষ্ঠা ও প্রথা মেনে পূজিতত হন বা দুর্গা, রাজবাড়ীর এই দুর্গাপুজো একটি বিশেষ বৈশিষ্ট্য এই দুর্গার বাহন সিংহের মুখ পৌরাণিক মতে ঘোড়ার আকৃতি সকাল থেকেই চণ্ডীপাঠ পূজা অঞ্জলি সবকিছুই রীতি মেনে হয়ে চলেছে।
আর এই ঐতিহ্যবাহী পুজো দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে হাজির হন রাজবাড়ীর পুজো সঙ্গে ঐতিহাসিক কৃষ্ণনগর রাজবাড়ি দেখতে। বৃষ্টির সন্ধ্যায় মা দুর্গাকে পাটে তোলা হয় তারপর বোধন, সপ্তমী অষ্টমী নবমী রীতিমেনে পুজো।