এই মুহূর্তে কলকাতা

দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পদযাত্রা কলকাতায়।

কলকাতা, ১ সেপ্টেম্বর:- বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির প্রেক্ষিতে তাদের ধন্যবাদ জানিয়ে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় আজ এক বর্নময় মহা মিছিলের আয়োজন করা হয়। চড়া রোদ ও তীব্র গরম উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ওই পদযাত্রায় কলকাতা, হাওড়া, বিধান নগর, রাজারহাটের ছোট বড় বিভিন্ন পুজো কমিটি অংশ নেয়। রঙিন সাজ পোশাক, কাট আউট, পোস্টার ব্যানার সহ মিছিল সাজিয়ে তোলা হয়। ঢাক, শঙ্খ, ধুনুচি নাচের মত পুজোর নানা অনুষঙ্গ ছিল মিছিলের অন্যতম আকর্ষণ। চলচ্চিত্র, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরাও মিছিলে পা মেলান। মিছিল জোড়াসাঁকো থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রেড রোডে পৌঁছায়। সেখানে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজ্যের লোক প্রসার শিল্পীদের পাশাপশি, বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের তারকারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। মুখ্যমন্ত্রী ইউনেস্কোর দুই প্রতিনিধি টিম কার্টার ও এরিক ফাল্টের হাতে সম্বর্ধনা তুলে দেন। তাঁদের ডোকরার তৈরি দুর্গাপ্রতিমার প্রতিকৃতি বিভিন্ন ধরনের বই তুলে দেওয়া হয়। ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্তির জন্য অবদানের জন্য মুখ্যমন্ত্রী সমাজ গবেষক তপতী গুহ ঠাকুরতাকে বিশেষ ভাবে সম্মানিত করেন। মুখ্যমন্ত্রী ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্গাপুজো শুধু বাংলার ঐতিহ্য নয় এর মাধ্যমে মানবতা ও ঐক্যের বার্তা প্রচার করা হয়। পুজোকে কেন্দ্র করে প্রতি বছর ৪০ হাজার লোকের কর্ম সংস্থান হয়।পুজোর কলকাতা সফর করতে তিনি ইউনেস্কোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।