কলকাতা, ২৬ জুলাই:- মণিপুর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। সংসদে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধী জোট। এই পরিস্থিতিতে এবার রাজ্য বিধানসভাতেও মণিপুরের ঘটনা নিয়ে নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, আগামী সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করবে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এদিন বিধানসভায় উপস্থিত থাকবেন।
মুখ্যমন্ত্রী যেমন এই নিন্দা প্রস্তাবের আলোচনায় অংশগ্রহন করবেন, একই ভাবে বিরোধী বিজেপি বিধায়কেরাও আলোচনায় অংশ নেবেন। এসবের মধ্যে মালদহের ঘটনা নিয়েও এদিন উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিবৃতি দাবি করে এদিন অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এদিন বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, শ্রীরূপা চৌধুরীরা। এই একই ইস্যুতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিজেপির মহিলা শাখা।