এই মুহূর্তে কলকাতা

মন্ত্রিসভা রদবদলের আগে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ বৈঠক নবান্নে

কলকাতা, ২ আগস্ট:- আগামীকাল রাজ্য মন্ত্রিসভার প্রস্তাবিত রদবদলের আগে আজ রাজ্য সরকার বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠক ডেকেছে। নবান্নে আজ বিকেলে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দশটি দফতরের কাজের অগ্রগতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যে দশটি দফতরের প্রধান সচিবদের এ দিনের বৈঠকে ডাকা হয়েছে, তার মধ্যে রয়েছে জনস্বাস্থ্য ও কারিগরি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পূর্ত, ভূমি ও ভূমি রাজস্ব, কৃষি, সেচ দফতরের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি৷

এ ছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর, পর্যটন এবং তথ্য ও সংস্কৃতি দফতরকেও আজকের বৈঠকে ডাকা হয়েছে৷ বিকেল চারটে থেকে নবান্নে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে৷ সব জেলার জেলাশাসকদেরও এই বৈঠকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷মন্ত্রিসভায় রদবদলের আগে একসঙ্গে দশটি দফতরকে নিয়ে মুখ্যসচিবের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল৷