এই মুহূর্তে কলকাতা

জি টি এর নবনির্বাচিত বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১২ জুলাই:- পাহাড়ের মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে। কারও কথায় সেখানে যেন নতুন করে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দার্জিলিংবাসীর কাছে আবেদন জানিয়েছেন। দার্জিলিং ম্যালে আজ গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ-র নব নির্বাচিত বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেন। তিনি বলেন, পাহাড়ে শান্তি থাকলে অর্থনীতি আরও ভালো হবে। পাহাড়ে এত শান্তিপূর্ণ নির্বাচন আগে হয়নি। এতেই প্রমাণ হয় পাহাড়ের মানুষ শান্তি এবং উন্নয়নের পক্ষে।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিঙে শিল্পের প্রচুর সম্ভাবনা আছে, সেগুলিকে বাস্তবায়িত করতে হবে। যাঁরা ফুটপাতে বসেন, তাঁদের দোকান তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া পাহাড়ে ইন্ডাস্ট্রিয়াল হাব, শপিং মল তৈরির পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। মিরিকের জন্য ইকো ট্যুরিজম প্রকল্প হবে। মুখ্যমন্ত্রী তথ্য প্রযুক্তি শিল্প কে দার্জিলিঙে বিনিয়োগের অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষ যা করতে পারে, অন্যরা তা পারে না। পাহাড়ে পর্যটন বেড়েছে। গত ১০ বছরে জিটিএ-কে ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী চা শিল্পের উপরেও গুরুত্ব দেন। চা বাগানে হোম স্টে করারপরিকল্পনার কথাও তিনি জানান।