এই মুহূর্তে জেলা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

হওড়া, ১১ জুলাই:- সোমবার বিকেলে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। পাশাপাশি, তিনি ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্প্রসারণের শুভ সূচনা করেন। এদিন শিয়ালদহ মেট্রো স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, যেভাবে মেট্রো রেলের কর্মীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রকল্পকে সার্থক করেছেন তা ইতিহাস রচনা করেছে। বাংলার মানুষ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। মেট্রোর পরিকাঠামো উন্নয়নে তৎপর রয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলার মহিলা ও শিশুদের কল্যাণে প্রায় ৮ হাজার কোটি টাকারও বেশি দিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলায় ৭২ লক্ষ মানুষকে নরেন্দ্র মোদিজীর উদ্যোগে ফ্রিতে রেশন প্রদান করা হয়েছে। এই মেট্রো স্টেশন চালু করার বিষয়ে মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল।

অবশেষে ৩৫ হাজার যাত্রীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো বলে কেন্দ্রীয় মন্ত্রী এদিন তাঁর বক্তব্যে জানান। এদিন হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনের আগে শিয়ালদহ মেট্রো স্টেশনেও পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী। এদিকে, হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক পরেশ পালের নাম থাকলেও তাঁরা দু’জনেই অনুষ্ঠানে গরহাজির ছিলেন। উদ্বোধনে আমন্ত্রণ বিতর্ক নিয়ে এদিন মুখ খোলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ও। প্রসঙ্গত, সোমবার বিকেলে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হলেও মেট্রোর যাত্রা শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। জানা গেছে, দিনে ১০০ মেট্রো চলবে। এতদিন পর্যন্ত মেট্রো চলত সকাল আট’টা থেকে সন্ধ্যা সাড়ে সাত’টা পর্যন্ত। সিদ্ধান্ত হয়েছে মেট্রো চলবে সকাল সাত’টা থেকে রাত সাড়ে ন’টা পর্যন্ত। আপাতত মেট্রো চলবে অফিস টাইমে ১৫ মিনিট অন্তর এবং বাকি সময়ে ২০ মিনিটের ব্যবধানে।