এই মুহূর্তে কলকাতা

আজ থেকে পথ চলা শুরু বহু প্রতীক্ষিত শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মেট্রো পথের।

কলকাতা, ১১ জুলাই:- আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পথচলা শুরু হবে বহু প্রতীক্ষিত শিয়ালদা সেক্টর ফাইভ মেট্রো পথের। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। অত্যাধুনিক ঝা চকচকে শিয়ালদা মেট্রো স্টেশন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আজ বিকেলে উদ্বোধনের আগে কেন্দ্রীয় নারী, শিশু ও অনগ্রসর শ্রেণী কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি এই মেট্রো স্টেশন পরিদর্শন করবেন। সে কারণে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শিয়ালদা স্টেশন চত্বরে। একই রকম ভাবে অনুষ্ঠান স্থল হাওড়া ময়দান মেট্রো স্টেশন টিকে নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছে।

সেখান থেকেই কেন্দ্রীয় মন্ত্রী শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন। এদিকে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ বিতর্ক শেষ লগ্নেও অব্যাহত। গতকাল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কে আমন্ত্রণ জানানোর কথা রেলের তরফে আমন্ত্রণ করা হলেও আনুষ্ঠানিক আমন্ত্রণ পত্রে তাদের নাম না থাকায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। যদিও রেলের দাবি প্রথা মেনেই আমন্ত্রণপত্রে শুধুমাত্র উদ্বোধক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নাম রাখা হয়েছে। ওই আমন্ত্রণপত্র পাঠিয়ে ই মুখ্যমন্ত্রী রাজ্যপাল সহ অন্যান্য বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে।