এই মুহূর্তে কলকাতা

চার দিনের সফরে দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


কলকাতা, ১১ জুলাই:- চার দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং যাচ্ছেন। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে বেলা আড়াইটে নাগাদ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে তিনি দার্জিলিংয়ে পৌঁছাবেন। রিচমন্ড হিলে রাত্রিবাস করার পর আগামী জল জিটিএ-র নব নির্বাচিত শপথগ্রহণ অনুষ্ঠান তাঁর উপস্থিত থাকার কথা।

বুধবার নেপালী কবি আচার্য ভানু ভক্তের জন্মজয়ন্তী উপলক্ষে ম্যালের চৌরাস্তায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকার কথা রয়েছে। এছাড়াও বুধ ও বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই বৈঠকে পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে জানা গিয়েছে।